Friday, June 1, 2012

আমার জীবন-কথা


নগেন্দ্রনাথবসু


প্রাচীন সাহিত্য উদ্ধার এবং ইতিহাস অনুসন্ধানের মধ্য দিয়ে উনিশ শতকে যে জ্ঞানচর্চার ধারা বিকশিত হয়েছিল, নগেন্দ্রনাথ বসু সেই পথেরই এক বিশিষ্ঠ পথিক। নিজের জীবনকথা বর্ণনায় তাই তিনি শুনিয়েছেন লুপ্তপ্রায় পুথির খোঁজে রোমাঞ্চকর অভিযানের কথা। বিশ্বকোষ সম্পাদায় নিযুক্ত থেকে নিরলস পরিশ্রম করেছেন। আর তারই পাশাপাশি তাঁকে সামাল দিতে থেকে নিরলস পরিশ্রম করেছেন। আর তারই পাশাপাশি তাঁকে সামাল দিতে হয়েছে নিদারুণ আর্থিক দুর্যোগও। বাংলা সাহিত্যের পুথি সংগ্রহ, পাঠবিচার ও সম্পাদনার ক্ষেত্রে পথিকৃৎ নগেন্দ্রনাথের আত্মকথা তাই তাঁর রোমাঞ্চকর কর্মকথা বই অন্য কিছু নয়।
সম্পাদনা- প্রবীর মুখোপাধ্যায়।
২৫০ টাকা।

No comments:

Post a Comment